Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তথ্য ও সেবা কেন্দ্র
বিস্তারিত

 

ইউএনডিপির অর্থায়নে পরিচালিত প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম সারা দেশের ইউনিয়ন ভিত্তিক একটি তথ্য সেবা দেওয়ার জন্য ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) স্থাপন করছে। এর মূল লক্ষ্য হলো তৃণমূল মানুষের দোরগোড়ায় তথ্যসেবা নিশ্চিত করা। ইতিমধ্যে দেশব্যাপী ৪৫০১টি ইউআইএসসি স্থাপন করা হয়েছে।

ছবি
label.column.field_office_cism

 

অনলাইন সেবা

 

অনলাইন সেবা -
০১. বিভিন্ন সরকারী ফরম
০২. সরকারী সার্কুলার, বিধি, বিজ্ঞপ্তি এবং বিভিন্ন ডকুমেন্ট
০৩. জন্ম নিবন্ধন,ভোটার তালিকা হালনাগাদ করন, নাগরিকত্ব সার্টিফিকেট
০৪. এসএসসি/এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন সরকারী পরিক্ষার ফলাফল
০৫. সরকারের বিভিন্ন বিভাগের তালিকা ও কর্মপরিধি, পরিসংখ্যান ব্যুরো এবং সরকারী-বেসরকারী সংস্থার বিভিন্ন জরিপ
০৬. কর্মসংস্থান বিষয়ক তথ্য

জীবিকাভিত্তিক তথ্য -
০১. কৃষি - আধুনিক চাষাবাদ পদ্ধতি, সার-কীটনাশক প্রোয়োগ, ফসলে পোকামাকড়ের সংক্রমন প্রতিরোধ সম্পর্কিত তথ্য
০২. স্বাস্থ্য - রোগের লক্ষন, রোগ প্রতিরোধ, হাসপাতাল, চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যসবা সম্পর্কিত তথ্য
০৩. শিক্ষা - শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বৃত্তি, শিক্ষা ঋন সম্পর্কিত তথ্য
০৪. আইন ও মানবাধিকার বিষয়ক তথ্য
০৫. ক্ষুদ্র শিল্প স্থাপন ও পরিচালনা সম্পর্কিত তথ্য
০৬. সবর্শেষ বাজার পরিস্থিতি সম্পর্কিত তথ্য

 

বানিজ্যিক সেবা -
০১. ইন্টারনেট ব্রাউজিং
০২. ই-মেইল আদান-প্রদান
০৩. ইন্টারনেটের মাধ্যমে সংবাদপত্র পাঠ করা
০৪. ভিডিও কনফারেন্সিং
০৫. ভিডিও প্রদর্শনী

 

অফলাইন সেবা

 

অফলাইন সেবা -
০১. বিভিন্ন সরকারী ফরম
০২. সরকারী সার্কুলার, বিধি, বিজ্ঞপ্তি এবং বিভিন্ন ডকুমেন্ট
০৩. নাগরিকত্ব সার্টিফিকেট
০৪. ভিজি এফ / ভিজিডি কার্ডধারীদের তালিকা
০৫. প্রাকৃতিক দুযোর্গের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমান
০৬. কর্মসংস্থান বিষয়ক তথ্য
০৭. ইউনিয়ন পরিষদের সেবাসমূহ ( সিটিজেন চার্টার )
০৮. জনগনের মৌলিক অধিকার সম্পর্কিত তথ্য

 

জীবিকাভিত্তিক তথ্য -
০১. কৃষি - আধুনিক চাষাবাদ পদ্ধতি, সার-কীটনাশক প্রোয়োগ, ফসলে পোকামাকড়ের সংক্রমন প্রতিরোধ সম্পর্কিত তথ্য
০২. স্বাস্থ্য - রোগের লক্ষন, রোগ প্রতিরোধ, হাসপাতাল, চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যসবা সম্পর্কিত তথ্য
০৩. শিক্ষা - শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বৃত্তি, শিক্ষা ঋন সম্পর্কিত তথ্য
০৪. আইন ও মানবাধিকার বিষয়ক তথ্য
০৫. ক্ষুদ্র শিল্প স্থাপন ও পরিচালনা সম্পর্কিত তথ্য
০৬. সবর্শেষ বাজার পরিস্থিতি সম্পর্কিত তথ্য

 

বানিজ্যিক সেবা -
০১. মোবাইল ফোন ব্যবহার করা
০২. মোবাইল ফোন রিচার্জ করা
০৩. কম্পিউটার কম্পোজ ও প্রিন্টিং করা
০৪. ছবি তোলা
০৫. লেমিনেটিং করা
০৬. স্কানিং করা
০৭. কম্পিউটার প্রশিক্ষন
০৮. আত্নকর্মসংস্থানমূলক বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষন, ইত্যাদী।

 

বিবিধ সেবা

 

বিবিধ্য সেবার মধ্যে :
১। মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া,
২। পরচা ও নকল সংগ্রহ
৩। মোবাইল ব্যাংকিং
৪। মোবাইলে গান, থিম ও রিংটোন লোড
৫। স্ট্যাম্প ও কারটিজ পেপার বিক্রয়
৬। সকল প্রকার সেবার জন্য সার্ক্ষনিক এই নাম্বারটি খোলা থাকবে-০১৯২৪৭৩২১৬৯।

সিটিজেন চার্টার

 

 

­ক্রঃ নং

প্রাপ্যসেবা

সেবাপ্রাপ্তিরপদ্ধতি

প্রয়োজনীয়  ’ফি’’

নির্ধারিতসময়

সেবাপ্রদানেরদায়িত্বপ্রাপ্ত ব্যক্তি

মন্তব্য

নূন্যতম

সর্বোচ্চ

 

 

০১

বিভিন্ন মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ :

১। অফিস মেনেজমেন্ট

২। ইন্টারনেট ( বেসিক ইন্টারনেট, ওয়েবপেজ ডেভেলপিং ও আউটসোসিং)

৩। মাল্টিমিডিয়া

৪। ফটোগ্রাফিক্স

৫। কম্পিউটার হার্ডওয়ার এন্ড ট্রাবলশুটিং 

 

(কম্পিউটার প্রশিক্ষণ শেষে সরকারি সনদ প্রদান করা হয়।)

রামপাল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে বছরে ২ টি সেশনে (২ মাস করে প্রতি সেশন) প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

ভর্তির সময় ১ কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি (যদি থাকে) সাথে আনতে হবে। এবং প্রশিক্ষণ ফি নূন্যতম ৬০ % অগ্রীম প্রদান করতে হবে।

 

 

 

৩০০০/-

১০০০-৬০০০/-

 

 

২৫০০/-

১২০০০/-

৮০০০/-

 

 

২ মাস

 

৫ দিন

 

 

১৫ দিন

 

৪ মাস

২ মাস

 

 

৩ মাস

 

৭ দিন

 

 

১৫ দিন

৬ মাস

৩ মাস

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা

 

০২

কম্পিউটার কম্পোজ ও প্রিন্টিং করা

রামপাল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে তাৎক্ষণিক সেবা

১৫-২৫ টাকা

তাৎক্ষণিক সেবা

উদ্যোক্তা

 

০৩

ছবি তোলা

রামপাল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে

৪ কপি ৩০ টাকা

তাৎক্ষণিক সেবা

উদ্যোক্তা

 

০৪

ভিডিও কনফারেন্স

রামপাল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে

১ মিনিট ৩ টাকা

তাৎক্ষণিক সেবা

উদ্যোক্তা

 

০৫

ই-মেইল আদান প্রদান

রামপাল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে

১ পাতা ২৫ টাকা

তাৎক্ষণিক সেবা

উদ্যোক্তা

 

০৬

লেমিনেটিং করা

রামপাল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে

১৫-৩০ টাকা

তাৎক্ষণিক সেবা

উদ্যোক্তা

 

০৭

জন্ম ও মৃত্যু নিবন্ধন

রামপাল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে

৫০ টাকা

১ দিন

৭ দিন

ইউপি সচিব ওউদ্যোক্তা

 

০৮

এসএসসি/এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন সরকারী পরিক্ষার ফলাফল

রামপাল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে

ফ্রি

তাৎক্ষণিক সেবা

উদ্যোক্তা

 

জীবিকাভিত্তিকতথ্য-

 

০৯

কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য

জাতীয় তথ্য বাতায়নের মাধমে সেবা প্রদান

 

তাৎক্ষণিক সেবা

উদ্যোক্তা

 

১০

আত্নকর্মসংস্থান মূলক বিভিন্ন বৃত্তি মূলক প্রশিক্ষন, ইত্যাদী।

জাতীয় তথ্য বাতায়নের মাধমে সেবা প্রদান

 

তাৎক্ষণিক সেবা

উদ্যোক্তা

 

          

 

সাধারণ তথ্য

 

ইউআইএসসির সফলতা

 

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাধেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র প্রতিষ্টা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই রামপাল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র জনগণের দোড়গোড়ায় তথ্য ও সেবা পৌছে দেয়ার অন্যতম মাধ্যম হিসাবে কাজ করছে। গ্রামের সুবিধা বঞ্চিত মানুষ তথ্য ও প্রযুক্তি সেবা থেকে অনেক পিছিয়ে রয়েছে। তাই এই তথ্য ও প্রযুক্তির যুগে যাতে মানুষ তথ্য ও সেবা গুলো পেতে পারে সে জন্য রামপাল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা । আজ মানুষ অনেক উন্নত সেবা পাচ্ছে তথ্য ও সেবা কেন্দ্র থেকে। পারছে ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্য, ইমেইল করা, সরকারী ফরম, সুদূর বিদেশে থাকা ছেলের সাথে স্কাইপের মাধ্যমে মার কথা বলা ছেলের মুখটা দেখার পর মার মনে যে আবেগ অনূভূতি গুলো ছেলে দেখতে পাচ্ছে । অতি সহজেই মানুষ তার সমস্যার সমাধান পাচ্ছে তথ্য ও সেবা কেন্দ্র থেকে। গ্রামের মানুষের কৃষি সমস্যার জন্য সদরে যেতে হয় ,ডাক্তারি পরামর্শের জন্য অনেক মাইল দুরে যেতে হতো, মৎস সমস্যার জন্য অনেক কষ্ট করতে হতো ঠিক মতো তথ্য পাওয়া যেত না । কিন্তু এখন ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে তা অতি সহজেই জানতে পারছে। মানুষ এখন আর গ্রামের কোন প্রভাবশালী বা মোড়ল এর কাছে যায়না কোন তথ্য জানতে। গ্রামের মানুষ কেবল প্রতারিতই হতনা অনেক ভুল তথ্য পেত তাদের কাছ থেকে এতে করে তাদের অনেক সমস্যায় পরতে হতো। কিন্তু এখন অনায়াসে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে আসে। কেননা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র গ্রামের মানুষের দাড়ে দাড়ে তথ্য ও প্রযুক্তির ছোয়া লাগিয়ে দিয়েছে। আজ ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের অনেক সুনাম অনেক মর্যাদা কেবল সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর জন্য। সুবিধা বঞ্চিত মানুষের কাছে তথ্য ও প্রযুক্তি পৌছে দেয়ার সুবাধে মানুষ আজ কোন কাজের জন্য বিভ্রান্তিতে পরে না। একটি পাসপোর্ট ,একটি চিঠি, একটি ছবি পাঠাতে আর ডাকঘরে যায় না । ইমেইল এর মাধ্যমে কয়েক মিনিটেই পৌছাতে পারে তার নাতির ছবিটি তার ছেলের কাছে, পারে তার জুরুরী পাসপোর্ট এর কপি টা দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে,পারে প্রিয় মানুষটির কাছে চিঠি পাঠাতে অনায়াসে। আর এ জন্য যার ভূমিকা অপরিসীম তা হল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র অথ্য ও সেবা কেন্দ্র আজ নারী অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন, বাল্য বিবাহ রোধ, আর অনেক সংস্থার সাথে জড়িত যাহার দরুন গ্রামের মানুষ অনেক অন্যয় কাজ সর্ম্পকে জানতে পারছে, সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র আজ অনেক পথ ভ্রষ্ট মানুষকে পথ দেখিয়েছে উদাহারণস্বরুপ বলা যায় দেশের অনেক বেকার যুবকের মালোয়েশিয়া যাবার কথা। অনেক সমস্যার সমাধান দিয়েছে । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে চ্যালেঞ্জ তা বাস্তবায়নের অন্যতম হাতিয়া হলো ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র । সরকারের এই চ্যালেঞ্জ আমরা অনেকটাই পূরন করতে পেরেছি এবং পারবো বলে আশাবাদি । একটা কথা না বললেই নয় যে, মালয়েশিয়ার কর্মী প্রেরণ করা জন্য অনলাইন রেজিষ্টেশন এর কাজ নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয় । কে করবে রেজিষ্টেশন কার দ্বারা করা হবে এই নিয়ে অনেক সমস্যা দেখা দেয়। তখন সরকার চ্যালেঞ্জ স্বরুপ আমাদের কে এই দ্বায়িত্ব দেয়। যাতে গ্রামের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত না হয়। যাতে দালালের হাতে প্রতারিত না হয়। আমরা সরকারের এই চ্যালেঞ্জ কে আমাদের চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করি এবং সফলতার সাথে রেজিষ্টেশন কাজ সম্পন্ন করি। আমাদের রামপাল ইউআইএসসি মোট 384 জন্য রেজিষ্টেশন করি এর মধ্যে প্রথম পর্যায়ে ৭ জন লটারীতে বিজয়ী হয়। চূড়ান্ত ভাবে ৩ জন মালয়েশিয়ার যায়ার জন্য দ্বিতীয় পর্বের জন্য চূড়ান্ত হয়েছে। পরবর্তিতে নারী কর্মী রেজিষ্ট্রেশন  এর সময় ৩১ জন্য এবং সর্বশেষ যে কোন দেশের জন্য রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় ৫৩২ জনকে রেজিষ্ট্রেশন করি। এটা রামপাল ই্‌উনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের একটা সফলতার উদাহারন।

  • আমাদের সফলতার আরো একটি বড় উদাহরন হচ্ছে,কম্পিউটার প্রশিক্ষণ। ছাত্র-ছাত্রীসহ এলাকার বেকার যুবক/যুবতিদের কম্পিউটার ট্রেনিং এর মাধ্যমে দক্ষ কারিগর হিসাবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছি। এ পর্যন্ত গত তিন বছরে ছয়টি ট্রেডে (অফিস মেনেজমেন্ট, ইন্টারনেট, মাল্টিমিডিয়া, গ্রাফিক্স ডিজাইন, হার্ডওয়ার এন্ড ট্রাবলশুটিং এবং আউটরেসোর্সিং) প্রায় ৩৮৪ জন শিক্ষার্থী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করে। সর্বোপরি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ‘‘ভিশন ২০২১’’অর্জনের লক্ষ্যে আমি অঙ্গীকারাবদ্ধ।
  •  

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র আজ জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে মডেল হিসাবে কাজ করছে। আমরা আজ অনেক সফল, সাবলম্বী।

label.column.field_projects

 

১। বিভিন্ন মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ

             ক) অফিস মেনেজমেন্ট

             খ) ইন্টারনেট (বেসিক ইন্টারনেট, ওয়েব পেজ ডেভলপিং, আউটসোর্সিং)

             গ) মাল্টিমিডিয়া

             ঘ) ফটোগ্রাফিক্স

             ঙ) হার্ডওয়ার এন্ড ট্রাবলশুটিং

যোগাযোগ

 

মোঃ ইমরান দেওয়ান

ইউআইএসসি উদ্যোক্তা ও পরিচালক


 

রামপাল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন

ইউনিয়ন পরিষদ ভবন (নীচতলা)

মুন্সীগঞ্জ সদর

মোবাইল নং : ০১৯২৪৭৩২১৬৯

 

ই-মেইলঃ imrandewan2@yahoo.com

             imran2imon@gmail.com

 

 

* মুন্সীগঞ্জ সদর হতে  বাস, টেম্পু, অটো রিক্স অথবা রিক্সাযোগে মোক্তারপুর, ভাড়া ১০/- থেকে ১৫/- টাকা।

* মোক্তারপুর হতে বাস, টেম্পু, অটো রিক্সায় সিপাহীপাড়া বা রামপাল কলেজ। ভাড়া ০৫/- থেকে ১০/- টাকা।

* সিপাহীপাড়া বা রামপাল কলেজ হতে রামপাল ইউনিয়ন পরিষদ । রিক্সায় ভাড়া-১০/- থেকে ১৫/- টাকা

 

এবং

 

* ইউনিয়ন পরিষদের নিচ তলায় সুসজ্জিত ইউনিয়ন তথ্য সেবা ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।