Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পানাম জোড়ারদেউল মসজিদ
বিস্তারিত

পানাম জোড়ারদেউল মসজিদ (ছবি-১১)

প্রাচীন বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ জেলায় অসংখ্য নিদর্শনময় নান্দিক মসজিদ রয়েছে। ইতিহাস খ্যাত এই নগরীতে প্রায় শত বছরের বেশ কিছু মসজিদ আছে। সুন্দর এই স্থাপিত মসজিদের মধ্যে অন্যতম মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম গ্রামের পানাম জোড়ারদেউল মসজিদ। এটি তিন তলা বিশিষ্ট মসজিদ। এখানে এক সাথে সাত শতাধিক মানুষ জামাতে নামাজ পড়তে পারেন। স্থানীয়দের সূত্রে জানা যায় মসজিদটির বয়স প্রায় শত বছর হয়েছে। স্থানীয় বাসিন্দা মো: আরিফ হোসেন সভ্যতার আলোকে জানান এটি পরবর্তীতে সংস্কার কাজ করে তিন তলা নির্মান করা হয়। পানাম সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এই মসজিদটি দেখতে অনেকেই বিভিন্ন স্থান হতে এখানে আসেন। এটি ছাড়াও মুন্সীগঞ্জে বাবা আদম মসজিদ, সুয়াপাড়া জামে মসজিদ,টেঙ্গর শাহী মসজিদ, মিরাপাড়া মসজিদ ও আবু বক্কর সিদ্দিক জামে মসজিদসহ আরো মসজিদ রয়েছে। পানাম জোড়ার দেউল এই মসজিদটি ইসলামের ইতিহাস বহন করে যাচ্ছে।