Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
রামপালের ঐতিহ্য
বিস্তারিত

১ম ছবিটি রামপাল ইউনিয়নের রামপাল কলেজের দক্ষিণ পাশে এবং রাজা বল্লাল সেনের দিঘীর পশ্চিম পাশে রাজা বল্লাল সেনের আমলের প্রায় ৯০০ বছরের পুরানো একটি বট গাছ বয়েছে, যার গোড়ার মাটি চিনির চেয়েও মিষ্টি ছিল। ছবিতে লক্ষ্য করলে দেখা যায় এই বিরাট গাছটির গোড়ার শিকরের অধিকাংশ জায়গায় কোন মাটি নেই। কারন আশে-পাশের লোকজন এই আষ্চর্য গাছের মাটির স্বাদ নিত। এবং তা পরবতীর জন্য মাটি কেটে নিয়ে ঘরে সংরক্ষণ করে রাখত। এছাড়াও স্কুলের কোমলমতি শিশুরা মিষ্টি গুড়ের মত এই মাটি মজা করে খেতে পারত।

 

২য় ছবিটিতে রাজা বল্লাল সেনের ব্যবহৃত রাজকীয় হাতি বাঁধা হত।

 

৩য় ছবিটি রামপালের ঐতিহাসিক তেতুলগাছ। এরও এবটি  অলৌকিক একটি ব্যপার আছে, আর তা হল এই গাছের গোড়ার মাটি লবনাক্ত। এটিও উপরোক্ত বট গাছটির পাশেই অবস্থিত, এর গোড়ার মাটি ভিষন নোনতা।