Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউআইএসসি ও পিআইএসসি-এর মাধ্যমে ই-সেবা ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক প্রচার-প্রচারণার জন্য বরাদ্দ ৮,০০০ টাকা
বিস্তারিত

 

রূপকল্প ২০২১ বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দেবার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী মিস হেলেন ক্লার্ক ২০১০ সালের ১১ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশের সকল ইউনিয়ন পরিষদে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) স্থাপন করেন। ইউআইএসসি স্থাপনের ফলে গ্রামীন মানুষের জীবনে ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। জেলা প্রশাসনের গতিশীল নেতৃত্বের কারনেই ইউআইএসসিসমূহ কার্যকর ও টেকসই হয়ে উঠেছে। ইউআইএসসি'র সফল অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে, দেশের ৩১৯টি পৌরসভার মূল ভবনে 'পৌর তথ্য ও সেবাকেন্দ্র (পিআইএসসি)' স্থাপন করা হয়েছে, এবং পর্যায়ক্রমে পৌরসভাসমূহের ওয়ার্ড/কমিউনিটি পর্যায়ে পিআইএসসি স্থাপন করার কাজ চলছে। ইউআইএসসিসমূহের মতো পিআইএসসি স্থাপন, প্রশিক্ষণ, মনিটরিং ও টেকসইকরনে জেলা প্রশাসনের ভূমিকা ও উদ্যোগ প্রয়োজন। ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) এবং পৌর তথ্য ও সেবাকেন্দ্র (পিআইএসসি)-এর মাধ্যমে ই-সেবা ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক প্রচার-প্রচার প্রচারণার জন্য এটুআই প্রকল্প থেকে বরাদ্দ রয়েছে। প্রতিটি ইউআইএসসি ও পিআইএসসি'র জন্য বরাদ্দ ৮,০০০/  (আট হাজার) টাকা। এ বিষয়ক চিঠি সংযুক্ত। সংযুক্ত চিঠিতে খাতওয়ারী বাজেট উল্লেখ রয়েছে।Letter%20for%20Campaign_PISC%20%26%20UISC.pdf ধন্যবাদসহ, আসাদ

ছবি
ডাউনলোড