Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Regarding Online Entry of Food Friendly Programmes.
Details

এতদ্বারা রামপাল ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর উপকার ভোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা খাদ্যবান্ধব কমর্সূচীর আওতায় ১০ টাকা মূল্যের চাউল পেয়ে থাকেন, তাদের প্রত্যেকের কার্ডটি অনলাইন নিবন্ধনভুক্ত করতে হবে। যারা এখনো অনলাইনে নিবন্ধন ভুক্ত হন নি তাদের কে আগামী ৩০/০৮/২০২২ইং তারিখ সকাল ১০:০০ টা হতে বিকাল ০৩:০০ টার মধ্যে রামপাল ইউনিয়ন পরিষদে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।


অনলাইনভুক্ত করার জন্য যা যা আনতে হবেঃ

১। নির্ধারিত কার্ড/ বই

২। জাতীয় পরিচয় পত্র।

৩। স্বামী/ স্ত্রীর জাতীয় পরিচয় পত্র।

৪। একটি চলমান মোবাইলসহ মোবাইল নম্বর।


বি:দ্রঃ কার্ডধারী ব্যক্তির অনলাইনের সময় স্ব-স্বরীরে উপস্থিত হইতে হইবে।


অনুরোধ ক্রমে-

আলহাজ্ব মোঃ বাচ্চু শেখ

চেয়ারম্যান

রামপাল ইউনিয়ন পরিষদ

Attachments
Image
Publish Date
20/08/2022
Archieve Date
30/08/2022