Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Rampal 100 years tree
Details

রামপালের শতবরষ পূরোনো বট গাছ

রামপাল এন.বি. এম উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠের ঠিক পাশেই রয়েছে একটি শতবর্ষ পূরোনো বট গাছ। স্থানীয় লোকজনদের থেকে জানা যায় এই গাছটির বয়স প্রায় ১০০ থেকে ১৫০ বছর। কিন্তু গাছটি এখনও মাথা উচু করে দাড়িয়ে আছে। দেশের বিভিন্ন স্থান থেকে মুন্সিগঞ্জে আসা লোকজন এই বট গাঠটিকে দেখার জন্য রামপালে ছুটে আসে। এই গাছটির বিশেষত্ব হল এর সাঁপের মতো পেচিয়ে থাকা শেকড় গুলো যা ভূমি থেকে প্রায় ১০-১৫ ফুট উপরে মাটি কে আকড়ে ধরে আছে। ধারানা করা হয় যে, গাছটির জন্ম যখন হয়েছিল তখন ভূমি তার শেকড় বরাবর উঁচু ছিল এবং পরবর্তীতে তা ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমান অবস্থায় এসেছে।